চেনা পাখি কই?
- আব্দুল ওহাব
চেনা পাখি কই?
আব্দুল ওহাব
তারিখ : ১০.১০.২৪
কোথায় যেন হারিয়ে গেছে
চেনা পাখির ঝাঁক,
বাড়ির পাশে আর উড়ে না
হঠাৎ ডাকা কাক!
বাড়ির কাছে নদীর বাঁকে
বকের সারি নাই,
বলো না ভাই কোথায় গেলে
দোয়েল টিয়া পাই?
বাবুই পাখি কোথায় গেলো
তাল গাছটি ছেড়ে?
চড়ুই পাখি আর আসে না
বসত করা নীড়ে।
কোকিল ঘুঘু কেউ ডাকেনা
সবার মন ভার,
সকাল বেলা ঘুম ভাঙেনা
পাখির গানে আর।
১২-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।