ছুটি
- আব্দুল ওহাব
ছুটি
আব্দুল ওহাব
তারিখ : ০৪.০৯.২৩
বৃষ্টির দিনে পাঠশালাতে
শিক্ষক দিলে ছুটি,
পাশের মাঠে জল গড়েছে
ভেসে যাচ্ছে পুঁটি!
হঠাৎ হলো ছুটি মোদের
কোথায় পড়ে লুটি?
সবাই মিলে খুঁজতে যাবো
মাঠে মটর-শুঁটি।
বনবাদাড়ে ঘুরবো আজি
বেঁধে সবাই জুটি,
খেঁক-শেয়ালে আসলে তেড়ে
ধরবো চেপে টুটি!
কেয়া ফুলের মালা গেঁথে
মাখবো গায়ে রেণু,
রাখাল যেথা গরু চড়ায়
দেখবো সেথা ধেণু।
চলবো সবে হালকা দুলে
থাকবো বাড়ি ভুলে,
বাবুই টিয়ে ফিঙে দোয়েল
ঘুঘু পাখির কূলে!
১২-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।