পাঠশালা
- মোঃ বজলুর রশীদ
ছোট ছোট শিশুরা
বই নিয়ে হাতে ,
পাঠশালায় ছুটে চলে
বিদ্বান হতে ।
গুরুজনে কর নতি
পাঠ শিখে তারা,
বন্ধুদের সাথে মিলেমিশে,
করে তারা খেলা ।
ফুলের মতো ফুটবে সবাই
জ্ঞান ও মেধার আলো,
ন্যায়ের পথে হাঁটবে তারা
সত্যির পথে ভালো ।
শিশুরা সব জাতির গর্ব
ভবিষ্যতের আশা,
তারাই তো গড়বে দেশ
নতুন স্বপ্নে আঁকা।
১৩-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।