যার বেদনা তার
- আব্দুল ওহাব

কিছু যাতনা জিবনে ফুরাবেনা
নিয়তির কালিতে লেখা,
অফুরান ইচ্ছেবলে এগুতে হবে
ছাপিয়ে ভাবনা রেখা।

এই জীবনে সম্ভব হলে তুমি
আলো ছড়াইয়ো ক্ষণে,
অলি মধু আহরণে যাতনা সয়,
ছুটে না অন্য গগনে।

গোলাপের শোভা তাঁর নিজ গুণে
সদা হাসে সুবাস বিলিয়ে,
তাইতো শোভা পায় কুৎসিত বনে,
পচনে সৌরভ যায় মিলিয়ে।


১৫-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।