আমি যা চেয়েছি
- মোঃ বজলুর রশীদ
ভাগ্যের বাঁধনে বন্দী সবাই,
আমি তোমায় চাই,
তুমি অন্যে মগ্ন তাই ।
অন্য কেউ চায় আমায় পেতে,
তবুও নিঃসঙ্গ আমি,
কষ্ট বয়ে চলে বুকে ।
জীবনের বেদনায় ,
মৃত্যু নয় মূল কথা,
ভালবাসার রাস্তায় চাপা থাকে ব্যথা।
যা চেয়েছি তা পাইনি বারবার,
এবার যা পেয়েছি,
তাকে ভালবাসি একবার।
২১-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।