পিতামাতা
- আব্দুল ওহাব

দপিতা-মাতার আদেশ মানি
তাঁরা পরম গুরু,
তাঁদের দিয়ে জীবন চলা
হয়েছে ভাই শুরু।

মায়ের কষ্ট পিতার যত্নে
জন্ম হলো ভবে,
পিতা-মাতার দোয়া রইলে
সবাই ভালো রবে।

সন্তান নিয়ে পিতা-মাতায়
স্বপ্ন আঁকে বুকে,
সন্তান বড় হবার পরে
থাকবে তাঁরা সুখে।

বয়স হলে পিতা-মাতার
সবাই সেবা করি,
ছোটবেলায় শিক্ষা দিলেন
যাঁরা হাতটি ধরি।

ওহে আমার পালনকর্তা
তাঁদের দয়া করো,
এই ধরাতে তাঁরা আমার
সবার থেকে বড়।


০৫-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।