পরহিত
- আব্দুল ওহাব
ধনে নয় বড় কেউ, বড় কর মন
মন যার বড় হবে সেই ভালো জন।
ছিল যারা ধরাতলে রবে চিরদিন
মনে ছিল বড় তারা নয় মনহীন।
সাধক ঋষীরা হয় জগতে অম্লান
তাদের মনটা থাকে পর্বত সমান।
এ জগতে পরহিতে হয় মহীয়ান
মনীষিণীগণ রেখে যান কর্মে দান।
হীন মন হলে কভু বড় হয় না-তো
সৎকাজ হলে ভাই তুমি সদা মাতো।
অপরের উপকারে বাড়ে শুধু দাম
চিরকাল বেঁচে রয় পরহিত কাম।
রোগশোক দুখ ব্যথা ভোগে যেই জন
অনাহারী হলে তাকে করাবে ভোজন।
এতিম ও পথশিশু দেখো যদি কভু
দিতে না পারলে কিছু হাত ছোঁও তবু।
গরীব দুঃখী দেখে করবে না হেলা
তার সহচরে ভাই কাটো কিছু বেলা।
অমরের হাতছানি দিবে তবে ধরা
চিরকাল বেঁচে রবে পড়বে না মরা।
০৫-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।