অত্যাচার
- আব্দুল ওহাব

ক্ষমতা আর রাজ প্রতাপে
করছো কেন অত্যাচার?
খুন-ধর্ষণ গুম করছে কারা
চলছে কেন অনাচার?

ইস্কুল কলেজ ভার্সিটিতে
ছাত্রী কেন পেরেশান?
গুন্ডা-পান্ডার লিপ্সার কাছে
মা-বোন হচ্ছে অপমান!

অন্যের কন্যা ধর্ষণ করছে
রাজ প্রতাপে কুলাঙ্গার,
জানিনা কোন ঔরস জাতে
পৃথিবীতে জন্ম তার।

জাগবে যখন দেশের লোকে
করবে যখন অঙ্গিকার,
কুলঙ্গারদের খুঁজবে তখন
মেরে দিবে ডান্ডামা'র।

ধর্ষণ জুলুম ইজ্জত লুণ্ঠন
নিত্য দ্যাখে সারাদেশ,
প্রতিরোধে নামলে মানুষ
জুলুমকারী হবে শেষ।

রচনাকাল : ১৬/১০/২৩


০৫-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।