পাহাড় ঘেরা গাঁ
- আব্দুল ওহাব
ঐ দেখা যায় গজারী গাছ
পাহাড় ঘেরা গাঁ!
ঐ খানেতে উড়ে বেড়ায়
বুনো পাখির ছা!
হরের রকম পাখির গানে
জুড়ায় সবার মন,
পাহাড়ি বন গাছের শাখে
উড়ে সারাক্ষণ।
গাছ-গাছালির মাঝে থাকে
উঁচু টিলায় ঘর,
তারই মাঝে বসত করছে
মানুষ জীবনভর!
ময়না টিয়ার ডাকাডাকি
করে মধুর গান,
নানান পাখি উড়ে বেড়ায়
সুরেলা কী তান!
প্রকৃতি আর পাখির সাথে
সবার বসবাস,
এভাবে যায় জীবন বেলা
কেটে বারোমাস।
০৫-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।