চাঁদনী রাত
- আব্দুল ওহাব
বাঁশ বাগানের মাথার উপর
চাঁদ উঠেছে হেসে,
আমার খোকন ঘুরতে যাবে
চাঁদ-তারাদের দেশে।
দেখলে এসো চাঁদ এসেছে
আমার বাড়ির পাশে,
চাঁদের হাসি দেখতে খোকন
অনেক ভালোবাসে।
চাঁদনী রাতে হাঁটলে খোকা
চাঁদ হাঁটে তার সাথে,
এই খুশিতে খোকন সোনা
মন আনন্দে মাতে।
চাঁদের সাথে করছে খেলা
খোকন সোনা রাতে,
রাত্রি বেলায় ঘুম আসে না
ঘুম আসে সে প্রাতে!
হাত বাড়িয়ে চাঁদ ছুঁয়েছে
খোকন সোনা মনে,
মিতালী তার চাঁদের সাথে
চাঁদনী রাতের ক্ষণে।
০৫-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।