পাপী গোলাম
- আব্দুল ওহাব

আমি অধম পাপী গোলাম
তোমার দয়া চাই,
রোজ হাসরে তোমায় যেন
দয়াল রূপে পাই।

সরল পথে চলতে আমি
সদাই করি ভুল,
তুমি রহীম দয়াল অতি
দয়াতে নাই তুল।

সকল পাপে জীবন গড়া
ভালো আমল নাই,
তোমার ক্ষমা পাবার আশে
হাত তুলেছি তাই।

চলছি আমি ভুলের পথে
করছি শুধু পাপ,
ক্ষমার আশে তোমার কাছে
চাইছি আমি মাফ।

যাদের প্রতি তোমার দয়া
ছায়ার মতো রয়,
তাদের দলে আমায় নিয়ে
দূরিয়ে দাও ভয়।


০৫-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।