হেমন্তের সুখ
- আব্দুল ওহাব

সোনা রঙের ধান পেকেছে
কৃষক করে গান,
এবার হবে শীতের পিঠা
আসছে পাকা ধান।

পাকা ধানের মিষ্টি ঘ্রাণে
ভরে সবার মন,
আসবে বাড়ি ইষ্টি-কুটুম
যত আপন-জন।

সবার মুখে হাসি ফোটায়
নবান্নের এক সুখ!
সোনার ধানে ঘর ভরেছে
ভরছে যেন বুক।

সবাই মিলে থাকবে সুখে
খাবে ঘরের ভাত,
খাবার কালে থাকবে সদা
তাদের ভরা পাত।

হেমন্ত আজ উঠছে হেসে
ভরা নদীর কূল,
শিশির ভেজা ঘাসের ডগা
দুলছে যেন ফুল।


০৫-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।