মন্টু কাকা
- আব্দুল ওহাব

ঐ বাড়ির এক মন্টুকাকা
মাথা ভরা টাক তার,
তাবিজ বেচা নিত্য পেশা
সবাই ডাকে ডাক্তার!

মন্টু কাকার বয়স মেলা
ঊনষাট বা আশি,
মুখের ঠোঁটে দু'দাঁত ভাঙ্গা
রঙ করে দেয় হাসি!

এই বয়সে মন্টু কাকায়
খুঁজছে চাকে মৌ,
যৌবন ভেঙে পাক ধরেছে
খুঁজছে নতুন বৌ!


০৫-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।