দাদা-নাতি
- আব্দুল ওহাব

দাদা নাতির মধুর বাঁধন
সম্পর্কে রয় পূর্ণ,
স্নেহ মায়ার বাঁধন ভেঙে
হয় না কভু চূর্ণ!

দাদার কাঁধে নাতি চড়ে
যেন ঘোড়ার গাড়ি,
দু'জনের এক খুনসুটিতে
সময় দিতে পাড়ি।

দুষ্টুমি রয় কথার ছড়ায়
নাতি করে শুরু,
দাদা তাতে সায় মিলিয়ে
হয়ে নাটের গুরু।

খুনসুটি আর মাখামাখি
সকাল দুপুর সাঁঝে,
ভাবে মজে শোবার বেলা
মিষ্টি কথার মাঝে।

গলায় ধরে ঢলাঢলি
চলে নানান খেলা,
এভাবেতে কেটে যায় যে
দাদা নাতির বেলা।


০৫-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।