ঘুমের পরী
- আব্দুল ওহাব

আক্কুম বাক্কুম ঘুমের পরী
কই গেলি তুই হেসে?
সোনা বাবুর ঘুম আসছেনা
ঘুম পেরে দে ঠেসে।

সোনা বাবুর বিয়ে দিমু
লাল পরীর ঐ দেশে!
যাবিনি তুই বাবুর সাথে
নব বধূর বেশে।

জটা ফুলের কাঁটলি পোকা
খেতে দিমু তোরে,
তবু এসে সোনার চোখে
একটু ঘুম দে-রে।


০৫-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।