দেহের ঘড়ি
- আব্দুল ওহাব
এই জীবনে আয়ুর ভেলা
চলে ঘড়ির মতো,
এক নাগাড়ে চলতে থাকে
বাধা পেলেও শত।
আয়ুর শেষে দেহ ঘড়ির
থামে চলার কাঁটা,
আর চলেনা দেহের ঘড়ি
জীবন পড়ে ভাটা।
আয়ুর শেষে দেহের পাখি
যাবে ভূবন ছেড়ে,
যম আসিয়ে দেহের ঘরে
জীবন নিবে কেঁড়ে।
যাবার আগে তোমার যদি
আমল থাকে ভালো,
পরম আয়ু শেষের বেলা
আত্মা পাবে আলো।
বেঁচে থাকার সময় যারা
সঠিক পথে চলে,
রবের ক্ষমা পায় রে তারা
ভালো কাজের ফলে।
০৫-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।