প্রিয়া
- আব্দুল ওহাব
দিঘল কালো আলগা চুলে
নজরকারা আঁখি,
তুমি আমার এই জীবনে
হৃদয় পোষা পাখি।
তোমার হাসি পাগল করে
দেখে জুড়াই হিয়া,
এই জগতে তুমি আমার
অতি আপন প্রিয়া।
তোমার রূপে পাগল নহে
গুণটি আমি দেখি,
রক্ত কণায় মিশছো তুমি
তাই কবিতা লেখি।
পরীর মতো গড়ন দেহে
মুখে চাঁদের হাসি,
তাইতো আমি পাগল হয়ে
তোমায় ভালোবাসি।
তোমার গুণে পাগল সেজে
দেখি তোমার ছবি,
তোমার তরে হবার পারি
এই ভূবনে কবি।
০৫-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।