মূর্খ নেতা
- আব্দুল ওহাব
এই সমাজে মূর্খ নেতার
কোন অভাব নাই,
কাজের বেলা হুমকি দিবে
পেশীর জোরে ভাই।
অসৎ হলে অমন নেতা
চায়না আজি কেউ,
নেতা নামের কলংক সে
মানুষ রূপে ফেউ।
লোক ঠকিয়ে ভয় দেখিয়ে
আদায় করে কাজ,
মুখোশ পরা নেতার বেশে
চালায় তারা রাজ।
এ সমাজের ভুয়া নেতার
মুখোশ খুলে দাও,
ভুক্তভোগীর ব্যথা লাঘব
সবাই মিলে চাও।
ভালো সমাজ গড়তে হলে
সুবোধ নেতা চাই,
নেতার মতো নেতা ও ভাই
বলো কোথায় পাই?
০৫-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।