ওরা কেনো টোকাই
- মিলন সব্যসাচী

তুচ্ছ তবু নামটা থাকে হোক না ছোট্র খোকাই
জীবন যুদ্ধে লড়তে এসে ওরা কেনো টোকাই,
পেটে ক্ষুধার আগুন জ্বলে পিঠে তুমুল রোদ্দুর
পায় না খুঁজে একটু আলো ওরা তাকায় যদ্দুর।

বর্ণবিরোধ থাকতে পারে গোলাপ কিংবা জবার
অনেক সাধের মানব জনম আমির গরিব সবার,
রহিম, রমেশ, পিটার, পলাশ, কৃষ্ণ, কালু, রিমন
অন্ধকারে কাটবে কেনো ওদের সবার জীবন?

বসন বিহীন উদাম গায়ে নেই তো জামা জরির
দুঃখের রোদে শুকায় ওদের বৃষ্টি ভেজা শরীর,
গরিব বলেই ওরা সবাই রয়ে গেলো বোকাই
রফিকুন নবী তাই ওদের নাম দিয়েছে টোকাই।

ঈদের দিনেও পায় না খেতে একটু শাহী খাবার,
নেই তো কারো মায়ের খবর কিংবা কারো বাবার
একটু আদর—সোহাগ যদি ওদের কারো জুটতো
দারুন দুখের মাঝেও ওদের সুখের হাসি ফুটতো।


০৯-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৯-১১-২০২৪ ২২:৫৪ মিঃ

খুব সুন্দর উপস্থাপন
অনেক অনেক ভালোবাসা রইলো প্রিয়