মনের ভেতর
- মোঃ বজলুর রশীদ

তুই কেন খুঁজিস বাইরে,
সব কিছু আছে তোর ভিতরে।
নিজের মনেই পাবি খুঁজে,
সব সুখ-দুঃখ, তোর মাঝে।

মানুষকে ভালোবাস সর্বদাই
সত্য পথে চলা চাই
বাহিরে খুঁজে পাবি না কিছু,
তোর মনেই আছে সব কিছু।


১৩-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।