ভোর হয়েছে
- আব্দুল ওহাব
রাত্রি শেষে আবার এলো
নতুন করে ভোর,
ফুটল আলো ডাকছে পাখি
খুলছে খুকী দোর।
গাছের শাখে বসার আগে
ডাকছে কালো কাক,
দোয়েল টিয়া ময়না এসে
দিচ্ছে যেনো ডাক।
বলছে খুকী সোনা মানিক
ডালিম গাছে আয়,
আমি ছুটব তোদের সাথে
আলতা মেখে পায়।
পাখপাখালি করলো শুরু
খুকীর সাথে নাচ,
তাইনা দেখে আসলো ছুটে
পুঁটি বোয়াল মাছ।
ধুকীর সাথে সবাই নাচে
দিয়ে পাখায় দোল,
ভোর হয়েছে উঠছে খুকী
সবার মুখে বোল।
২১-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।