বিশ্বাসে তুমি
- আব্দুল ওহাব
ভালোবাসার রং মাখিয়ে
যাও গো যদি দূরে,
পাখির মতো উড়াল দিবো
ডাকবো গানের সুরে!
যতোই দূরে যাও না তুমি
পাহাড় কি'বা বনে,
উড়াল দিয়ে জুটবো সেথা
থাকবো তোমার সনে।
বাবুই টিয়া ময়নার মতো
বাঁধবো দু'জন জুটি,
দু'জন মিলে থাকবো সুখে
হাসবো কুটি কুটি!
আমার প্রেমের তুল্য ভবে
পাবে না'তো কিছু,
আমায় ছেড়ে যাবে কোথা
নিবো তোমার পিছু!
তুমি বিহীন এই জগতে
আমার কে'বা আছে,
সারা জীবন থাকবো আমি
তোমার আগে-পাছে!
২৬-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।