নেতা
- মোঃ বজলুর রশীদ

নেতাদের নেতৃত্ব দেখা যায় সর্বত্র,
খারাপ কাজেও তারা জড়িত প্রতি মুহূর্ত।

নিজের স্বার্থে তারা রাজনীতি করে,
জনগণের কথা কি কেউ ভেবে মরে?

কাজ নেই তাদের, শুধু করে হট্টগোল,
জনগণের হয় কষ্ট, মেলে না কোনো ফল।

সন্ত্রাস, দুর্নীতি যারা করে সবসময়,
নেতাদের আশ্রয়ে বসে তারা গল্প জমায়।

নেতারা নীতিকথা শুধু মুখে কয়,
কাজের সাথে কখনো মিল কি হয়?

সেবা নয়, স্বার্থে ভরা তাদের রাজনীতি,
জনগণের আবেগ নিয়ে খেলা তাদের রীতি।

সত্য ন্যায়ের পথে নেই আজ তারা,
ভালো রাজনীতির আজ তাই খরা।

কোথায় সেই নেতা, যে দেবে আলো,
যার হাত ধরে হবে জনগণের ভালো?


১৭-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।