কালের চক্রে ঋতু
- প্রসূন গোস্বামী

প্রলয়-শীতের শেষে মহাকাল জাগে ধীরে,
বসন্তের আবাহনে ভরে দিক্-দিগন্ত রে।
শ্মশানের চিতাভস্মে লুকানো প্রাণের কল্লোল,
ফিরে আসে সৃষ্টি যেন, ভাঙ্গিয়া কালের শৃঙ্খল।
হিমগিরি গলিতেছে, গঙ্গা বহে কল্‌কল্‌,
নব পল্লব জাগে, কাননে জাগে গুঞ্জরন অবিরল।
রাধা-কৃষ্ণ লীলারসে মধুময় বৃন্দাবন,
ফিরে আসে প্রেম যেন, বাঁশীর সুরের মতন।
মহাদেবের তৃতীয় নেত্রেও ফোটে স্বর্ণকমল,
বিরহের অন্তে আসে মিলনেরই লগন কেবল।
অনন্ত কালের চক্রে ঘোরে ঋতুর আবর্তন,
শীত যায়, বসন্ত আসে, এই তো সনাতন।


২৫-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।