জন্মভূমির কান্না
- প্রসূন গোস্বামী
কান্না ভেজা ব্যথিত হৃদয়, আয়রে সবে আয়,
দুঃখ ভরা গানের সুরে শোক জানাই আয়।
কাতর প্রাণে ভগ্ন মনে, নীরব বাঁশি বাজে,
হারানো সুর স্মৃতির মাঝে ফরিয়াদ শুধু খোঁজে।
স্মৃতির গানে হারানো দিনে, করুণ সুর ভাসে,
গভীর ব্যথা হৃদয়ে গাঁথা, মন কাঁদে দূর দেশে।
ব্যথিত মন, ঘুচাও বাঁধন, "হায় স্বদেশ" বলি,
অভাগা যারা, ভাগ্যহারা, নিয়তি বাঁধা চলি।
বেদনা ভরা, অশ্রু ঝরা, মাতম রঙ্গে কাঁদি,
শোকের ভবে, অশ্রু ছন্দে, শোকের গান বাঁধি।
২৫-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।