ভণ্ডুল-বিলাপ
- প্রসূন গোস্বামী
সকলেই বলে, আমি নাকি এক মস্ত গাধার রাজা,
তাই শুনে এক শিং-ওয়ালা গিরগিটি আমায় বলেছিল,
"তোমার মাথায় ঘিলু নেই, তুমি যেন বোকাদের সেরা।"
আমি বলি, "দূর হ' হতচ্ছাড়া!"
এক থ্যাবড়ানো নাক-ওয়ালা পেঁচা আমায় বলেছিল,
"তোমার বুদ্ধি মটরের দানা, তুমি যেন বোকাদের সেরা।"
আমি বলি, "দূর হ' হতচ্ছাড়া!"
সকলেই বলে, আমি নাকি এক আলুসেদ্ধর মতো বোকা,
তাই শুনে এক গেঁজেল-মুখো চামচিকে ফুসুর-ফুসুর করে বলেছিল,
"তোমার মগজ ঘাস খায়, তুমি যেন বোকাদের সেরা।"
আমি বলি, "দূর হ' হতচ্ছাড়া!"
এক ন্যাংটো-পা কুমিরছানা ফোঁপাতে ফোঁপাতে বলেছিল,
"তোমার কথা শুনলে হাসি পায়, তুমি যেন বোকাদের সেরা।"
আমি বলি, "দূর হ' হতচ্ছাড়া!"
সকলেই বলে, আমার নাকি বুদ্ধি শুদ্ধি সব গেছে রসাতলে,
তাই শুনে এক ঝোলা-মুখো বনবিড়াল মিউমিউ করে বলেছিল,
"তোমার বুদ্ধি কচুরিপানার মতো, তুমি যেন বোকাদের সেরা।"
আমি বলি, "দূর হ' হতচ্ছাড়া!"
এই দেখো, আজ চাঁদের আলোয় সাক্ষী থাকুক সব ভণ্ডুলেরা,
আর শোনো, ওই বটগাছের ডালে বসে থাকা প্যাঁকপ্যাঁকে হাঁসগুলো,
শোনো, ওই পুকুরের পাড়ে ঘাপটি মেরে থাকা গেছো-কুমিরটা;
আজ আমি শপথ নিলাম, ওই শিং-ওয়ালা গিরগিটির কথা শুনব না,
আমি ওই থ্যাবড়ানো নাক-ওয়ালা পেঁচার কথা শুনব না,
আমি ওই ঝোলা-মুখো বনবিড়ালের কথা শুনব না।
আমি আজ কারো ছলনায় ভুলব না,
আমি আমার বুদ্ধি দিয়ে চলব।
২৫-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।