কালান্তক রজনী
- প্রসূন গোস্বামী
এমন আঁধার নিশি, নাহি হেরি কভু,
কোন দেশে, কোন কালে, এ ধরা ভিতরে।
বর্ষের অন্তিম দিন, যেন এক স্তব্ধ ঘুঘু,
নীরবে বসিয়া রহে কাল-সিন্ধু-তীরে।
অতীতের প্রেতগুলি কাঁদে মৃদু স্বরে,
ভবিষ্যৎ যেন এক ভীষণ কঙ্কাল।
নববর্ষের রবি উঠিবে না আর ভোরে,
এ ঘোর সন্দেহ আজি হৃদয়ে বিশাল।
দিগ্বিদিগ শূন্যময়, ধ্বনিহীন, শ্বাসরুদ্ধ,
প্রকৃতির বক্ষ ভেদি উঠিছে হাহাকার।
অদৃশ্য শৃঙ্খলে বাঁধা মানব সমাজ স্তব্ধ,
যেন মৃত্যু-পুরীর নীরব প্রহরীর দ্বার।
কালচক্র থামিয়া গিয়াছে, অনন্তের পথে,
আজি রজনী প্রভাতবিহীন রবে সাথে।
০১-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।