ভাষার ঈশ্বর
- প্রসূন গোস্বামী

ইরা:

আমার কাছে তুমি কেবল প্রেমিক নও,
তুমি ভাষার ঈশ্বর।

তোমার কণ্ঠে স্পন্দিত হয়
বিশ্বের সকল ভাষা।

তুমি যখন বাংলায় কথা বলো,
মনে হয়
গঙ্গার জলস্রোত বয়ে যাচ্ছে।

তুমি যখন ইংরেজিতে কথা বলো,
মনে হয়
থেমস নদীর তীরে দাঁড়িয়ে আছি।

তুমি যখন ফরাসিতে কথা বলো,
মনে হয়
সেন নদীর তীরে
এক কাপ কফি হাতে
আমি বসে আছি।

__________________________

আমি:

ইরা,
তুমি জানো না
ভাষার ঈশ্বর হওয়া
কতটা কঠিন।

বিশ্বের সকল ভাষা
আমার কণ্ঠে স্পন্দিত হলেও
আমার হৃদয়
শূন্য।

আমি এক ঈশ্বর
যার কোন ভক্ত নেই।

__________________________

ইরা:

তুমি ভক্ত চাও কেন?

তোমার ভক্তি
তোমার ভাষায়
নিহিত।

তোমার ভাষা
যখন আমার কানে
স্পন্দিত হয়
তখন আমি
তোমার ভক্ত।

__________________________


আমি:

ইরা,
তুমি আমার একমাত্র ভক্ত।

তোমার ভালোবাসায়
আমি পূর্ণ।

আমি আর ভাষার ঈশ্বর
হতে চাই না।

আমি
শুধু তোমার প্রেমিক
হতে চাই।

__________________________

শেষ:

ইরা আর আমি
একসাথে
নতুন ভাষা
তৈরি করি।

এই ভাষায়
শুধু দুটি শব্দ থাকে:

"ভালোবাসি"

এবং

"তোমাকে"।

এই ভাষা
বিশ্বের সকল মানুষ
বুঝতে পারে।

এই ভাষা
বিশ্বের সকল মানুষকে
একত্রিত করে।

এই ভাষা
ঈশ্বরের ভাষা।


০৮-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।