প্রজ্ঞার আলোয় সত্যের সন্ধানে
- প্রসূন গোস্বামী

স্বপ্নের অরণ্যে হারিয়ে যাওয়া ক্লান্ত মন,
সত্যের সন্ধানে জ্বলে উঠুক প্রজ্ঞার দীপ্তিময় ক্ষণ।

জ্ঞানের আলোয় যেখানে জ্বলছে প্রজ্ঞার শিখা,
সত্যের ঝংকার সেখানে বাজছে নিরবধি।
ওহে পথিক, অন্ধ আনুগত্যে যেও না তুমি,
প্রশ্নের তীরে বিদ্ধ করো সত্যের ছদ্মবেশ।
বিস্ময়ের বনে ঘুরে বেড়াও অবাধে,
কৌতূহলের শিকড়ে খুঁজে নাও সত্যের বীজ।
অন্তর্জ্ঞানের কানে শুনে নাও নীরবতার সুর,
বিপরীত স্রোতে ভাসিয়ে দাও তোমার ইন্দ্রিয়।
নানান শব্দের এই জগতে,
স্বাধীন চেতনার ডাকে, করো যা ইচ্ছে।

তাড়াহুড়োয় সম্মতির মাথা নাড়িও না,
অন্ধ সম্মতি আপন আলোকে ম্লান করে দেয়।
যারা অন্ধের মতো মাথা নাড়ে প্রতি আদেশে,
তারা জীবনের সাগরে হারিয়ে যায়, দিশেহারা।
নিজের ধ্বংসের পথে তারাই এগিয়ে যায়,
অন্ধকারের পথে, বিনা যত্নে।
জীবনের উত্তাল তরঙ্গে,
ইন্দ্রিয়কে শানিত করো, তারাই পথ দেখাবে।

প্রশ্ন করো, শিখো, অন্বেষণ করো, আনুগত্য নয়,
এই পথেই তোমার সত্যিকারের সত্তা উড়ে যাবে।
এতেই খুঁজে পাবে তোমার মূল্য,
জ্ঞানের ভাণ্ডার, জন্মের গভীরে।
মিথ্যা দৃষ্টিভঙ্গির আবর্জনা পরিষ্কার করো,
আর ধ্বংসের পথ থেকে সাহসের সাথে সরে আসো।

অস্তিত্বের তলদেশে জ্বলে প্রজ্ঞার দীপ্তি,
সত্যের সন্ধানে চলো, মুক্তির অভিযাত্রী।


০৮-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।