শব্দশ্মশানের ছুটি
- প্রসূন গোস্বামী

মৃত্যুর দরজায় কান পেতে, শব্দের ঝড়ে ভেসে,
একদিনের নিস্তব্ধতায়, নিজের সাথে দেখা হবে।

মা, ঘোষণা দাও, কাল আমার অবসর। মৃতের মতো শুয়ে থাকব,
হাড়ে হাড়ে ক্লান্তি, কোনো কথায় সাড়া দেব না।
আমার শরীর এক স্তব্ধ সমুদ্র, চিন্তা তার ঢেউ,
কাল শুধু নিস্তব্ধতা চাই, কোনো তুফান নয়।

বলো, কাল আমি মৃত, কথা বলব না, হাসব না,
এই শব্দশ্মশানে শুধু শান্তি খুঁজব।
ফোনের রিং হোক, দরজায় কেউ ডাকুক,
আমি নির্বাক, আমি নিশ্চল, শব্দহীন এক পাথর।

মা, ঘোষণা দাও, জানুক সবাই,
আমি কাল সূর্যের আলোয়, চাঁদের আলোয় ঘুমাব।
স্বপ্ন দেখব মেঘের দেশে, নীরবতার রাজ্যে,
যেখানে শুধু শান্তির সুর, কোনো কলহ নেই।

বলো, কাল আমি মৃত, কাগজের খবরে,
কাল আমি মৃত, সামাজিক যোগাযোগে।
একদিনের মৃত্যু, বিশ্রামের স্বপ্ন,
জীবনের ঝামেলা থেকে একটুখানি অব্যাহতি।

মা, ঘোষণা দাও, কাল আমার অবসর।
আমি ঘুমাব, নিশ্বাস ফেলব না,
শুধু শব্দের ঢেউয়ে ভাসব, নিজের সাথে কথা বলব।
কাল আমি মৃত, কাল আমি শান্ত, কাল আমি নিজের।

শব্দের অপেক্ষায় থেমে, নিঃশব্দে হারিয়ে যাব,
একদিনের মৃত্যুতে, চিরকালের শান্তি পাব।


০৮-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।