দিনের পর দিন
- প্রসূন গোস্বামী

এই যে দিনের আলো নিভে যায় ধীরে,
তবু প্রেম ছাড়া বাঁচে কিসে এ হিয়া?
যদি রুষ্ট হয় কাল, না আঁকে ললাটে নবোদিত রবি?
যদি শুকায় অধর, বিরহের ছবি!
যদি রক্তাম্বর তার রক্তিমতা ভোলে, উড়ে যায় দেবদারু শ্বাস,
যদি চিত্ত হয় হিমালয় শিখর, অনন্ত তুষারে উদাস।
আমি দূরে গেলে কোন দেবালয়ে প্রণতি জানাবে ব্যাকুল,
কে মিশে রবে ছায়ার গভীরে, তোমাতে অতল!
এই যে পশ্চাৎপসরণ ক্লান্তি লয়ে, একবার চাও?
রুদ্ধশ্বাসে কও, রও? তোমা বিনু অন্য গতি নাহি কোথাও!
হৃদয়ের গ্রন্থ যদি রিক্ত রহে, শূন্য রহে প্রাণ,
আমা ভিন্ন তুমি, তোমার নয়নতারা, রবে কতোকাল অম্লান?
তবে ফেরাও এবার, ওগো অনন্তের নারী,
আমাতেই ধ্রুব তুমি, আমাতেই বিহারী।
তবে পুনশ্চ কামনা জাগুক,
জঠরে জঠরে জন্ম নিক অনন্ত পিপাসার সিন্ধু,
তোমার ঐ জ্যোতির্ময় বিন্দু।


১০-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।