এসেছে বৈশাখ
- প্রসূন গোস্বামী
নব প্রভাতের রক্তিম কিরণ দিগন্তে আজন্ম বিপ্লব আনে, এসেছে বৈশাখ!
কালের অনন্ত পথে একা হেঁটে ক্লান্ত যত বিরহী হৃদয়, জানে নবীন স্পর্শ অমৃতের কত মানে, কত মানে!
অথচ সংসারের ভার, অভাবের নিত্য হাহাকার, কর্মব্যস্ততার কঠিন বাঁধন সে ব্যাকুলতা ঢেকে রাখে অভিমানে!
হৃদয় গভীরে জমে থাকা দীর্ঘশ্বাস কঠিন প্রস্তর গড়ে, পাষাণ নির্মম, অতি কঠিন, মানে না কভু প্রাণের টানে।
কিন্তু সহসা স্নিগ্ধ বাতাস, মৃদুল কন্ঠে ব্যাকুল আহ্বান, গভীর চোখের প্রেমময় দৃষ্টি, আলিঙ্গনের উষ্ণতা আনে নব জাগরণ!
কী আশ্চর্য!
শুধু ধরণীর তৃষ্ণার্ত বুক জানে, নববর্ষার জলধারা কত তীব্র, শ্যামলতার মমতা কত প্রগাঢ়, মানে না কোনো বারণ!
কিংবা জানে বৈশাখী প্রভাত, জীবনের রুক্ষ প্রান্তরে নবীন জলের কী প্রয়োজন, অশ্রুজলের ধারাই আনে প্রকৃতির নবীন স্পন্দন!
১৪-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।