অসময় পলাতক
- প্রসূন গোস্বামী
আয়, বাবন পালাই এবার, সময় যে তার শরীর নেই,
ফেলে এসেছি শিকড় যত, মাটির নিচে শিকড় নেই।
নদীর শরীর পার হয়েছে, ভাগ হয়েছে এই সেদিন,
সে ভাগেরই রক্তে মাখা, চলছে গাড়ি যাত্রীহীন।
পায়ে পায়ে পথ এঁকেছি, শূন্যে শরীর হাত ছুঁয়ে,
আলো আঁধার দেখছে জীবন, স্মৃতির নদী রাত ছুঁয়ে।
কোন জন্মের আঁতুড় ঘরে, ছিলাম বাঁধা বিশ্বাসের,
সে বাঁধন আজ ছিঁড়ে গেছি, শূন্যতাটা নিশ্বাসের।
আয়, বাবন পালাই এবার, সময় যে তার শরীর নেই,
আকাশটা আজ ঘর হয়েছে, সে ঘরেতে সময় নেই।
১৭-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।