স্তব্ধতার স্তোত্র
- প্রসূন গোস্বামী
ঐশ্বর্যদীপ্তা তিলোত্তমা অনন্তের প্রতিবিম্ব লয়ে বাঁচে জল,
মর্মরিত সিন্ধু গর্ভে লুকানো সহস্র যুগের বিষণ্ণ অতল।
কালবৈশাখীর তান্ডবেও রয় স্থিতধী, চেনে শুধু তরি পারাপার,
অতীতের ধূসর যাত্রীদল, ক'জন ফেরে হৃদয়ে আবার?
নিঃসীম শূন্যে ঝরে নক্ষত্র, বেদনার নাম হয় জল,
অনন্ত আকাশ আর ক্ষণিকের নদী, বোঝে কতটুকু অশ্রুজলের টলমল!
হে মৌনতার মহিমাধারী, কন্ঠ রুদ্ধ করো অনন্ত বিরহে,
বিশ্বের বিস্ময় দেখুক চেয়ে, একটি হৃদয় কাঁদে নীরবে।
২৭-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।