এই যে আমি ধ্বংসের অপেক্ষায়
- প্রসূন গোস্বামী
এই যে আমি ধ্বংসের অপেক্ষায়,
প্রলয় তুমি নামাও বর্ষা-ধারায়।
ভাঙাই আমার মুক্তি-সেতুবন্ধন,
বিনাশে বসবাস!
তুমিও রাখো জেনে,
আমার নিশ্বাস আজও তোমায় খোঁজে এই বিরান কূলে!
কিন্তু যা জানো না,
আমার বিনাশে তোমার উত্থান নিশ্চিত হয়তো এই ভুবনে!
৩০-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।