বিবর্ণ সেগুন কাঠের শূন্যতা
- প্রসূন গোস্বামী

ওই যে বিবর্ণ সেগুন কাঠ,
পালিশের নিচে সেও সঙ্গোপনে লুকিয়ে রাখে
অগণিত বছরের ক্ষয় আর নোনা ধরা দাগ।
কাঠের রঙ ম্লান কেন কে জানে?
মানুষ না হয় ব্যস্ত জীবনেই
হৃদয় গভীরে বয়ে চলে অপ্রকাশিত দীর্ঘশ্বাস!
কাঠও কি নীরবতা বোঝে তবে?
এই যে সম্পর্ক গড়বে বলে
দূরত্বের বেড়া ভেঙে হয় কাছাকাছি,
সেই নীরবতাই দূরত্ব হয়ে আবার
ফিরে আসে যা ছিল খুব কাছে!


০৩-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।