মুখোশ খুলে
- প্রসূন গোস্বামী
সময় যখন থমকে দাঁড়ায়, বিচারেরা সব বোবা,
লন্ঠন হাতে আঁধার খোঁজে—কে সে আসল শোভা?
কে বা আবার পুকুর ধারে একলা বসে ভাবে,
যুদ্ধ শেষে ন্যাংটা রাজার পোশাকখানি পাবে?
কে যে ছিল সত্যিকারের যুদ্ধ-ফেরত লোক?
আর কে সেজেছিল শুধু ভাঙা চশমার চোখ?
মাছেরা যেমন জলের নিচে নিজের খেলা খেলে,
মানুষ বোঝে না, কষ্ট জমে বুকের ভেতর জ্বেলে।
দিন ফুরোলে, সন্ধ্যেবেলায় যখন নামে আঁধার,
সত্যি করে কে বলবে—এই শহরটা কার?
পাঁচিল টপকে উঁকি মারে যে প্রতিবেশীর বাড়ি,
সে কি কেবল নিজের স্বার্থে দিত প্রেমের আড়ি?
আজ না হোক কাল, সময় দেবে সব হিসেবের খাতা,
কে আসল পাগলা দাশু, কে যে শুধুই ভণ্ডদাতা।
ধূলোমাখা সেই পুরনো খাতা বলবে সব কথা,
মুক্তিযুদ্ধের শেষ পতাকা দেখাবে কার ব্যথা।
০৪-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।