রক্তরাঙা দিগন্তের ওপারে তুমি
- প্রসূন গোস্বামী
ওই যে সীমান্তের কাঁটাতার
বিভক্ত হৃদয়ের রক্তিম স্বাক্ষর বয়ে বেড়ায় নীরবে তার,
যেন পলাশীর প্রান্তরের কৃষ্ণ মেঘ,
অবিশ্বাসের বীজ বুনেছিল গভীরে আবেগ।
এই যে ভেদাভেদের তীক্ষ্ণ ফলা,
একদা মিলিয়েছিল দৃষ্টি, কেড়েছিল বলা;
সেই বিচ্ছিন্নতার হিমেল স্পর্শে জেগে,
প্রণয়ের প্রথম মন্ত্র দিলে তুমি অনুরাগে।
ইতিহাসের ভাঙা পথে হেঁটে,
শিখালে প্রেমের জ্যোতি হৃদয়ে এঁকে;
তুমিই রাধিকা, বিরহের কদম্ব তলে,
শিখালে বাঁশির সুরে আত্মদান অনলে।
তুমিই গঙ্গা, শুচি করলে সকল মলিনতা,
তুমিই কমলে ফোঁটালে প্রেমের পবিত্রতা।
তুমিই দীপালি তমিস্রা বিদূরিত করে,
তুমিই মহেশ্বরের শক্তি, দিলে পূর্ণতা ভরে।
তুমিই শিখালে ভালোবাসিতে, হে মানবী,
অখণ্ড আকাশে দেখিলাম অনন্ত ছবি।
০৬-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।