অঙ্কুরের জন্মদিনে
- প্রসূন গোস্বামী

অঙ্কুর, ওরে প্রাণপ্রিয় ভাইপো আমার,
জন্মদিনে নাও শত শুভেচ্ছা অপার।
তোর হাসিতে ঝলমল করুক ভুবন,
সারা বছর থাক সুখে ভরা জীবন।

তবুও বলি, বয়সটা বাড়ে যেন রকেট,
'তোর পকেটে জমছে কি আর নতুন বাজেট?'
'নাকি বইয়ের পাতায় ঘুমায় পুরোনো সে ঘ্রাণ,'
'যেমন করে নিভে আসে জোনাকির গান?'

তবুও জেনো, 'আঁধার ঘুচে আসবেই আলো,'
'সবুজ ঘাসে শিশির জমবে, লাগবে ভালো।'
জীবন হোক ছন্দময়, হোক না অবাধ,
'তবুও যেন হাসিস তুই, যেমন করে চাঁদ!'


০৭-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।