অভাবের ঢেউ
- প্রসূন গোস্বামী

যদি জানে কেউ, কতটুকু ঢেউ,
পেটে লাগে টান,
বাজারের থলি, আজো খালি খালি,
খোঁজে পরিত্রাণ!

যদি জানে মন, কত শত ক্ষণ,
চুলোয় না জ্বলে,
শূন্য এ হাঁড়ি, ভাতের কাঙালি,
চোখের জল ফেলে।


১০-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।