নিয়তি
- প্রসূন গোস্বামী

যদি একদিন এই চেনা দুর্গ-প্রাচীর—
হয়ে যায় অধীর!
দীঘির জলে ভাসে ভাঙা তলোয়ার,
শ্যাওলা-ঢাকা চোখে, ভেসে ওঠে স্মৃতি বারবার।
যদি একদিন এই প্রিয় প্রান্তর,
হয়ে যায় কঙ্কর?
তবে কোন অচেনা প্রান্তরে ফিরবে আবার?
কোন অজানা আঁধারে সঁপে দেবে সে রাত, মন-হাহাকার!


১১-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।