ছোট্ট হলেও কম কি কিছু!
- প্রসূন গোস্বামী
খোকা বলে, "আমি ছোট, তাই কি অবহেলা?"
দিদি বলেন, "আহ্ রে খোকা! এটাই মস্ত ভেলা।
ছোট্ট তুমি নও তো হেলা, জ্ঞানের শিখা তুমি,
তোমায় ঘিরেই জগৎ দোলে, তোমার হাতেই ভূমি।"
ঠাকুমা বলেন, "লক্ষ্মী সোনা, ছোট বলে কি কম?"
দাদু বলেন, "বীজের মাঝেই লুকিয়ে রয় পরাক্রম।"
ছোট্ট হাতেই বিরাট কাজ, ছোট্ট চরণ চলে,
ছোট্ট মনেই স্বপ্ন ফোটে, নতুন সকাল বলে।
ছোট্ট তুমি, ছোট্ট নও গো, বিরাট এক আকাশ,
তোমার হাসির ঝিলিক ওঠে ভরিয়ে দেয় বাতাস।
ছোট্ট প্রদীপ আঁধার ভোলায়, আলোর দিশা দেখায়,
ছোট্ট হলেও মানুষ তুমি, মানুষ তোমায় শেখায়।
১২-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।