বেঁচে থাকা এক মহাজাগতিক বিপ্লব
- প্রসূন গোস্বামী

তোমার চোখে আমি একটি এক্সোপ্ল্যানেট—
পৃথিবীর নিকটতম অথচ অচেনা,
অবিশ্বাস্য কক্ষপথে ঘূর্ণায়মান ভালোবাসার সূত্রে।

তুমি গিনি সূচক হাতে ধরে—
আমার আবেগের লেনদেন যাচাই করো,
প্রেম কি সত্যিই এমন প্রবাহমান সুদের হার?

আমার বুকে একটি কুয়াশাচ্ছন্ন গ্যালাক্সি—
যেখানে কৃষ্ণগহ্বরের ভেতর আত্মা জ্বলে,
তোমার স্পর্শে মিল্কিওয়ের ঘূর্ণি পায় নক্ষত্রজন্ম।

আমি হিসাব করি—
π র মতো অনন্ত ভালোবাসা,
যা কখনো নিঃশেষ হয় না, কেবল বৃত্তে ঘোরে।

তুমি হঠাৎ বলো—
"এই অনন্ত, এই কাব্য, এসব আসলে কীসের মানে?"
আমি বলি, "বেঁচে থাকাটা মানেই এক চূড়ান্ত নৈতিক ইকুয়েশন—
যেখানে জীবন ≠ অস্তিত্ব, বরং জীবন = উপলব্ধি × প্রেম²"

তুমি একদিন হেঁটে যাও—
আমার সময়রেখার বাইরে, যেন হিগস বোসনের ভুল সন্ধান,
অথচ আমি এখনো গণনা করি,
সেই মুহূর্তকে—যখন তুমি ছিলে,
এবং আমি বুঝেছিলাম—

...বেঁচে থাকা সত্যিই একটি বিশ্লেষণাত্মক বিপ্লব।


১২-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।