আরে বাবা
- প্রসূন গোস্বামী

আরে বাবা, থামো না আজ,
নিয়মকানুন পণ্ড কাজ।
পড়ো না এই কেতাবগুলো,
যা সব লেখা, সবই ভুলো।
যা নেই তাতে, খোঁজ না কেন,
ছাইচাপা আজ মনটা জেনো।
বিজ্ঞান সেথায় নেইকো দাদা,
সবই আজব গল্প ফাঁদা।
ভূতের খেলা, মন্ত্রজাল,
পদার্থ নেই, নেই রসায়ন-তাল।
সূর্য ঘোরে, পৃথিবী না,
এমন কথাও শোনায় শোনা।
আকাশের ঐ ধুলোর মাঝে,
আজব খেয়াল শুধুই বাজে।
নিয়ম ভাসে শূন্য-পথে,
যুক্তি লুকায় ছায়ার রথে।

কোথায় পাবে আলোর দিশা?
খোঁজো সেথায়, নেইকো ভাষা।
যুক্তি খোঁজো, পাবে না আজ,
সবটাই আজ ভণ্ড সাজ।
ছন্দের মাঝে বাজে ফাঁকি,
জ্ঞানের বাতি আজও বাকি।
কেতাব খুললে শূন্য ফাঁকা,
সকাল-বিকাল মনটা আঁকা।
বিজ্ঞান সেথায় নেইকো ভাই,
নেইকো প্রমাণ, নেইকো ছাই।
ভূতের গল্প, দেবের মেলা,
আকাশ-পোঁতা খেয়াল-খেলা।
গোলক ধাঁধার গল্প-কথা,
মিথ্যের ফেরে বাঁধা প্রথা।
কল্পনাতে ভাসে কত,
বাস্তবে তার সুর বাজে না তো।
আজকে আমার মনের মাঝে
এসব কথাই শুধুই বাজে।


১৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৪-০৭-২০২৫ ১০:৩২ মিঃ

অসাধারণ বহিঃপ্রকাশ, খুব ভালো লাগলো।