আজব খেলা
- প্রসূন গোস্বামী
নিষ্ঠুরতার আজব খেলা, দেখায় সে যে সেনা—
মানুষ মারে পাখির মতো, নেইকো তাদের দেনা!
যেখানে জন্ম নিয়েছিলেন মুক্তিকামী শেখ,
সেখানে তাদের বন্দুক চলে, রক্তে ভাসে দেশ।
শুনলে পরে সবাই কাঁদে, শিশু, বৃদ্ধ, নারী—
হায় রে মানুষ, কেমন করে এমন বিপদ জারি?
হিংসা তাদের শিরায় শিরায়, অন্ধ তাদের চোখ,
মানবতার শ্মশান গড়ে, বাড়ায় শুধু শোক।
দানবগুলো দল বেঁধে আসে, বুদ্ধি তাদের খাঁটো,
পাঁচ মিনিটের হত্যা মিশন, দেখায় কতো ঠাঁটো।
দেখেছি তাদের অস্ত্রের ঝলক, দেখায় কতো ভয়—
ঘণ্টা দু'য়েক দেখলে পরে, বুঝবে তাদের জয়।
বলব কী আর ওদের ফিকির, বলতে না পাই ভাষা,
বুলেট ফোঁড়ে শরীর জুড়ে, এক্কেবারে খাসা।
সামনে তাদের মুক্তিকামী, যার যে-রকম প্রাণ—
শিশু কি নারী, বৃদ্ধ জন, যায় না তাদের মান।
মন বলে তাই "মারব রে সব," বন্দুক চলে তেড়ে,
গুলির সাথে রক্ত ছোটে, পাল্লা দিয়ে মেতে।
এমনি করে ধ্বংসের টানে, মৃত্যুর পানে চেয়ে,
উৎসাহেতে হুঁশ রবে না, চলবে কেবল ধেয়ে।
হেসে খেলে দু-দশ গ্রামে, চলবে বিনা ক্লেশে,
বারুদের গন্ধে পাগল হয়ে, রক্তের স্রোতে ভেসে।
সবাই বলে সমস্বরে, শিশু, জোয়ান, বুড়ো—
অতুল ধ্বংস আনল ভবে, এই দানবের গুঁড়ো!
১৮-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।