বিরহে
- প্রসূন গোস্বামী

কুল কুল বয়ে যায় আঁধার নিশীথে,
ব্যাকুল মন হারায়, কারে খুঁজি রে এতে?

ঝর ঝর নয়ন-ধার, বিরহ যে জাগায়,
ঘর দ্বার লাগে ভার, সে যে শুধু কাঁদায়।

ধিক ধিক এ জীবন, প্রাণে নাহি আরাম,
দিক দিক শূন্য পথ, নাহি পায় বিরাম।

চুপ চাপ কেন আজ, নীরব এ প্রহর?
দীপ জ্বলে মিটিমিটি, কাটে যে বছর।

ভেঙে যায় এই মন, স্মৃতিরই আঘাতে,
গেঁথে যায় শত ক্ষণ, নিবিড় একা তে।

প্রেম বাঁধে হৃদয়ে, নীরব সাধনে,
হেম হয়ে রয় সে যে, গোপন বাঁধনে।


৩০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।