দেশের খবর
- প্রসূন গোস্বামী

শুনছ কি সব? দেশের খবর গোপন আঁধার ঘরে,
চুক্তি নাকি হয়েছে এক, কেউ নাহি তা’রে ধরে।
খাদ্য, ওষুধ, বিমান কেনা, সব নাকি এক ধাঁচে?
মার্কিনি সব আসবে শুধু, অন্য কিছু নাচে?
চীনের থেকে দূরে থাকার গোপন ইশারা মেলে?
দেশীয় পণ্যে তালা দিয়ে বিদেশী পাতে ঠেলে?
অন্ধকারে দেশটা চলে, কেউ নাহি তারে দেখে?
কথা যত গোপন থাকে, ততই নাকি সুখে?
সবাই বলে দেশটা নাকি নিজের পায়ে চলে,
চল দেখি সব কেমন করে, অন্ধকারের তলে!


০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।