অবাক অনুভূতি
- প্রসূন গোস্বামী
ওহে দাদা, শুনেছ নাকি এমন কোনো কথা,
প্রেম নাকি এক হাওয়ায় মেশা অদ্ভুত নীরবতা?
ছায়ার মতো পাশে থাকে, তবু হাত দিলে তা যায়,
সূর্য ডোবা সাঁঝের বেলা আবার দেখা পায়।
চোখের ভাষা বুঝলে নাকি বুদ্ধি লোপ পায়?
যুক্তি তখন ধুলোয় মিশে কোথায় যেন ধায়?
পুরনো দিনের খাতার পাতায় তার ছোঁয়া কি রয়?
বৃষ্টির ফোঁটা জানালায়, এক কাপ চা, এক ভয়?
প্রেম নাকি এক গোপন ব্যথা, দীর্ঘশ্বাস বুকে,
সত্যি নাকি? চল না দেখি, সত্যি-মিথ্যাটাকে?
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।