শিকড়
- প্রসূন গোস্বামী
মূলকে যদি করো ঘৃণা
তাহলে কেন ভাই,
ছায়ার তলে বৃক্ষপানে
মায়ায় জড়াও ছাই?
আকাশছোঁয়া মহীরুহের
পত্র-কুঞ্জখানি,
শিকড়ে যার তিক্ত বিষ
সে কি আর হয় জানি?
ফলটি তোমার মিষ্টি লাগে
আঠার মাঝে মধু,
মূলটা যার ঘৃণার আচে
জ্বলে, বোঝোনি কি কভু?
জলটি তোমার মিষ্টি লাগে
মাটির কোণে তলে,
যে মাটি তার প্রাণ সঞ্চারে
সে মাটি কি আর বলে?
বৃক্ষ তোমার প্রাণদায়ী
জানি সবই ভালো,
যে মাটির কোণে তার প্রাণ
তাকে কেন আর ভুলো?
০৮-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।