প্রতিধ্বনি
- প্রসূন গোস্বামী

নগরে কলহ বাজে, নগরীর বক্ষ হতে,
কার সে প্রলাপ উঠে, কোন প্রেত হতে ?

আজিকে সময় কাঁপে, থরথর থর...,
যা কিছু ঘটিছে হায়, কি কঠিন প্রহর।
আকুল জনতা কাঁদে,
শৃঙ্খলে কি সে বাঁধে,
নয়ন মলিন হয়, হৃদয় কাতর।
আজিকে সময় কাঁপে, থরথর থর...।

নগরে কলহ বাজে, নগরীর বক্ষ হতে,
আর কিবা শব্দ উঠে, সে বিষম স্রোতে ?

মাঝে মাঝে শব্দ আসে, "খন্-খন্-খন্",
হৃদয়ে জাগে না কেন, সে সুপ্ত চেতন।
কার তরে সব হাসি,
বলো তবে ভালোবাসি ?
মানুষের রূপে কেন, সে পশুর আগমন।
মাঝে মাঝে শব্দ আসে, "খন্-খন্-খন্"।


১০-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।